ড. মোহাম্মদ আবুল হোসেন ৩০ শে জানুয়ারী, ২০২৩ খ্রিঃ তারিখে যৌথ নদী কমিশন, বাংলাদেশ এর সদস্য পদে যোগদান করেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান, পরিকল্পনা ও প্রকল্প দপ্তরে কর্মরত ছিলেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
ড. মোহাম্মদ আবুল হোসেন মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পুরকৌশল বিভাগ হতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে, তিনি যুক্তরাজ্যের Plymouth University হতে স্নাতকোত্তর এবং অষ্ট্রেলিয়ার University of South Australia হতে PhD ডিগ্রী অর্জন করেন। তাঁর PhD গবেষণার বিষয় ছিল Transboundary river water sharing dispute resolution through benefit sharing। আন্তর্জাতিক অনেক স্বনামধন্য জার্নালে তাঁর গবেষণা প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু Conference এ অংশগ্রহণ করেছেন। তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, স্পেন, লুক্সেমবার্গ, তুরস্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীনসহ বিভিন্ন দেশে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি Australian Water Association (AWA), International Water Association (IWA), Institution of Engineers Bangladesh (IEB), Engineers Australia (EA), Australian Agricultural and Resource Economics Society (AARES)-সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
ড. মোহাম্মদ আবুল হোসেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মোহাম্মদ আব্দুল হক এবং মাতা ফজিরুন্নেসা। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী গর্ণর্পূত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার বাংলাদেশের সিভিল সার্ভিসে কর্মরত প্রকৌশলীদের মধ্যে নারী হিসেবে প্রথম ডক্টরেট ডিগ্রী অর্জনকারী।